সাতকানিয়া-লোহাগাড়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৫০ হাজার ইয়াবাসহ একজন এবং লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখালের মুখ এলাকায় একটি ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেট কারের চালক মো. হাবিবকে (২৮) আটক করা হয়।

এছাড়া রোববার দিনগতরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের লোহাগাড়া উপজেলার চুনিত এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ কবির হোসেন(৩০), মো.মান্নান(৪৫) ও মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়।

দোহাজারি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকাগামী একটি পাইভেটকার তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়িটির চালক মো. হাবিবকে (২৮) আটক করা হয়। হাবিব টেকনাফ থেকে ইয়াবা নিয়ে নিজে কার চালিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ইয়াবাগুলো গাড়ির পেছনে তেলের ট্যাঙ্কের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। হাবিবের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা করা হয়েছে।

এদিকে লোহাগাড় থানার ওসি (তদন্ত) আব্দুল জলিল জানান, কক্সবাজার থেকে একটি প্রাইভেট কারে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে উপ-পরিদর্শক মিজান ও সঙ্গীয় ফোর্স নিয়ে চুনতি খানদিঘী এলাকায় কারটিকে থামিয়ে তল্লশি করি। এসময় কারের সিটের নিচ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা ৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।