সাতকানিয়া–লোহাগাড়ায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। শনিবার সকালে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি সাতকানিয়া করইয়ানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, মানব সেবা, শিক্ষা সেবা একটি মহৎ কাজ। তিনি এধরণের মহৎ কাজে সমাজের শিক্ষিত ও অর্থশালী ব্যক্তিদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধিত হয়েছে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এটা দেশের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে এমপি নদভী বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমপি আরো বলেন, আওয়ামী লীগ সরকার আমলে দেশে মেডিকেল কলেজ, আরবী বিশ্ববিদ্যালয়, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ–মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি লেখাপড়ার মাধ্যমে নিজেদের সুন্দর জীবন গঠন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য ছাত্র–ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবুল ফয়েজ, নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হোসেন, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ–উন নবী খোকন, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নেজাম উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, ব্যবসায়ী আলহাজ্ব ফরিদুল আলম, আলহাজ্ব ফারুক আহমদ, শেখ জুবাইরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক ও ব্যবসায়ী ফরিদুল আলম।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে জ্যোতিবিজ্ঞানী ড. মাধব আচার্য্য, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনিসুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. রাশেদুল আলম, জামালপুর ইউআইটিএস আতিক সাররাজ হিমেল ও ব্যবসায়ী ফরিদুল আলম সহ ছ’জন প্রাক্তন ছাত্রকে সংবর্ধিত করা হয়। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।