একাদশ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম.এ. মোতালেব সিআইপি নিয়মিত গণসংযোগ, দলীয় কর্মসূচী ও সামাজি অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিমধ্যে এলাকায় সাড়া ফেলেছেন এম.এ. মোতালেব। লোহাগাড়ার ৯ ইউনিয়ন, সাতকানিয়ার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৫ সংসদীয় আসন।
সাতকানিয়া লোহাগাড়ায় শিক্ষা খাতে অবদান, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থীক অনুদান ও দরিদ্র মানুষকে আর্থীক সহায়তা ও ব্যাপক গণসংযোগে ভোটারদের মাঝে আলোচনায় এগিয়ে রয়েছেন এম.এ. মোতালেব। তিনি সদর ইউনিয়নে গড়ে তুলেছেন এম.এ. মোতালেব কলেজ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাদে মাঠে সক্রিয়ভাবে থেকে প্রত্যন্ত অঞ্চলে মিছিল মিটিং ও সমাবেশের মাধ্যমে সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরেছেন মানুষের মাঝে। গতকাল ১৪ অক্টোবর রবিবার দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ি এলাকায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে গণসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট চেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপেজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক, উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ মো. সেলিম, মো. হারুন, মোরশেদ আলম দুলু ও উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী তোফাজ্জল হোসেন চৌধুরী তুহিন। গণসংযোগকালে এম.এ. মোতালেব বলেন, এই এক দশকে ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। কৃষি, খাদ্য, শিক্ষা, বিদ্যুৎ ও রাস্তঘাটসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে শেখা হাসিনা সরকার। ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। মাথা পিছু আয় বেড়েছে। বিশ্বের দরবারে তিনি রুল মডেল হিসাবে দাঁড়িয়েছে। এক দশক আগে যারা ক্ষমতায় ছিল তারা বহির্বিশ্বের দিকে হাত পেতে থাকতেন। আজ প্রধানমন্ত্রী আমাদের নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণে এগিয়ে যাচ্ছে।