একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে (সাতকানিয়া-লোহাগাড়া)আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য এমএ মোতালেব। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বনফুল কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও চারবারের সিআইপি। নির্বাচনে জয়ী হলে সাতকানিয়া-লোহাগাড়াকে তিনি শিল্প এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।ব্যবসায়ী-রাজনীতিবিদ হিসেবে সাতকানিয়া লোহাগাড়ার চেহারা পাল্টে দেয়ার পরিকল্পনা জানিয়ে এমএ মোতালেব বলেন, সাতকানিয়ার পাশেই মহেশখালীর মাতারবাড়িতে দেশের বৃহৎ কয়লা বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল প্রতিষ্ঠিত হয়েছে। এ গ্যাস ও বিদ্যুৎ কাজে লাগিয়ে সাতকানিয়ার টিলা, পরিত্যাক্ত ও অনাবাদি জায়গায় শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে এ এলাকার চেহারা বদলে দিতে চাই। তিনি বলেন, সাতকানিয়অর ব্যবসায়ী উদ্যোক্তারা দেশের বিভিন্ন স্থানে শিল্পকারখানা প্রতিষ্ঠা করছেন। সুযোগ পেলে তারা নিজের এলাকাতোই কারখানা গড়ে তুলবেন। এ ছাড়া বিসিক শিল্প গড়ে তোলা হলে ঘর থেকেই এলাকার মানুল কারখানায় গিয়ে কাজ করতে পারবে। এলাকার এমপি নির্বাচিত হলে এসব কাজ বাস্তবায়ন করতে সরকারের সহযোগিতা পাব