চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানার উন্নয়নকাজের জন্য চেক বিতরণ করা হয় ৮ জুলাই দুপুরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান। বক্তব্য রাখেন ইউপি সদস্য নারগিস আকতার, ইউপি সদস্য সৈয়দ হোসেন, হাফেজ মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা আবদুল করিম, আবু সালেহ, সাইফুদ্দিন খালেক, দক্ষিণ জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে শাহিদা আকতার জাহান বলেন, সরকার গ্রাম–গঞ্জের রাস্তা ঘাট কালভার্ট, সেতুর উন্নয়ন করে প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। সরকার জেলা পরিষদের মাধ্যমে সারা দেশে গ্রাম–গঞ্জে ব্যাপক উন্নয়ন করেছে।