চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে চারতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০ টায় সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে চারতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোছালেম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ এর সভাপতি নুরুল আফছার চৌধুরী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের এএসপি হাসানুজ্জামান মোল্লা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাফর আলম, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসাইন,
মাস্টার ফরিদুল আলম, ফয়েজ আহমদ লিটন,হোসাইন কবির, জসিম উদ্দিন ,পৌর সভার মেয়র জোবায়র, সাইদুর রহমান দুলাল, নেজাম উদ্দিন , নজরুল ইসলাম মানিক, গনি সম্রাট, আমিনুল ইসলাম, হারেজ মাহমুদ, মোহাম্মদ কামাল, দেলোয়ার হোসেন, রুবেল হোসেন, রাজীব আহমেদ রিজবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।