সাতকানিয়া মডেল হাইস্কুলে পৌর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাতকানিয়া পৌরসভার উদ্যোগে গত ২৬ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় সাতকানিয়া মডেল হাইস্কুলে পৌর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩য়, ৪র্থ, ৭ম ও ৯ম শ্রেণীর  মোট ৪৫৮ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। এ সময় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন, বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক পৌর প্যানেল মেয়র এ.কে.এম মোর্শেদ, কাউন্সিলরদের মধ্যে নেচার উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম সোহেল, পৌর সচিব বিশ্বজিৎ দাশ, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি রকিবুল হক দিপু, সহ সভাপতি মামুনুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, প্রকৌশী বিশ্বজিৎ দাশ, প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, মো. আলমগীর, শহিদুল ইসলাম, জামশেদুল হক, সাইফুল ইসলাম, মো. আবু বক্কর প্রমুখ।