সাতকানিয়া বাল্য বিয়ে ঠেকালেন পুলিশ

৯৯৯ থেকে ফোন কল পেয়ে সাতকানিয়ায় বাল্য বিয়ে ঠেকালেন সাতকানিয়া থানা পুলিশ।

রোববার  (৪ ফেব্রুয়ারি)   সকাল সাড়ে ১১টার দিকে পুরানগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড বৈতরনী উত্তর পাড়ায় এই বাল্য বিয়ের আয়োজন করার চেষ্টা করেছিল।

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওসি’র মোবাইল নাম্বারে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় যে, পুরানগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড বৈতরনী উত্তর পাড়ায় একটি বাল্য বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অফিসার ইনচার্জ (ওসি) খবর পেয়ে  এসআই রাশেদুল আলম খাঁনকে সেখানে পাঠান । ঘটনাস্থলে  গিয়ে জানতে পারেন বৈতরনী উত্তর পাড়া  মোহাম্মদ হোসেন এর অপ্রাপ্ত বয়স্ক ছেলে মো. ইয়াছিন(১৭) এর সাথে একই পাড়ার মোহাম্মদ নুর এর অপ্রাপ্ত বয়স্কা মেয়ে মনোয়ারা বেগম (১৬) এর বিয়ের প্রস্তুতি চলছে।

এসআই রাশেদুল আলম খাঁন স্থানীয় চেয়ারম্যন মাহবুবুর রহমানের সাথে মোবাইল ফোনে বিষয়টি আলোচনা করেন এবং উপস্থিত লোকজনদের সামনে অপ্রাপ্ত বয়স্কা মনোয়ারা বেগম মা জাহেদা আক্তার ও ছেলে ইয়াছিন এর মা সাহেরা বিবিকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলেন। উভয়পক্ষ বাল্য বিয়ের কুফল বুঝতে পারেন এবং তারা সকল আয়োজন বন্ধ করে দেন।

উল্লেখ্য যে, এর আগেও গেলো বছরের ১৬ ডিসেম্বর উপজেলার ছদাহা পাহাড়কুল গ্রামের উম্মে হাসনাত মিশকাত(১৫) নামে ৯ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালেন সাতকানিয়া থানার ওসি। হাসনাতের সাথে একই গ্রামের শমসুল ইসলামের ছেলে মো. ইসার(৩২) বিয়ের দিন-ক্ষণ ঠিক হলে ওসির নিদের্শে বাল্য বিয়ে বন্ধ হয়ে যায়।