সাতকানিয়া বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও শহীদ মিনারের শুভ উদ্বোধন

সাতকানিয়া বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন ও শহীদ মিনার গত ২০ অক্টোবর শনিবার বেলা ১২টায় শুভ উদ্বোধন করেন প্রফেসর ড. আবু রেজা মু. নেজাম্মুদ্দীন নদভী।

উদ্বোধনী অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রফিক আহমদ চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি প্রাধান শিক্ষক মো: আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কায়কোবাদ ওসমান, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন, সাইফুদ্দিন হাসা চৌধুরী, স্থানীয় ব্যক্তিগের মধ্যে উপস্থিত ছিলেন আহামদ কবির, নুরুল কবির সওদাগর, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. লুৎফুর রহমান, লোহাগাড়া যুবলীগের সভাপতি জহির উদ্দিন, শমশুল আলম, আহামদ হোসেন প্রমুখ। এসময় পরিচালনা পর্ষদের সভাপতি প্রতিষ্ঠানের খেলার মাঠের জন্য ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা এবং জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন আহামদ জেলা পরিষদের পক্ষ হতে ২ লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন। অনুষ্ঠানে এলাকার দানশীল ব্যক্তিবর্গ খেলার মাঠ প্রতিষ্ঠার সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।