সাতকানিয়া প্রীতি ফুটবল ম্যাচে কিষোয়ান স্পোর্টিং ও সেভেন স্টার ক্লাব

সাতকানিয়া চিব্বাড়ী এম এ মোতালেব কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ অাগষ্ট) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এম এ মোতালেব সিআইপি। খেলাটি উদ্বোধন করেন সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সেলিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু রুপ কুমার নন্দী, বনফুল- কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম।
খেলায় অংশগ্রহন করেন কিষোয়ান স্পোর্টিং ক্লাব ও সেভেন স্টার ক্লাব।