সাতকানিয়া পৌর শহরের থানা রোডে জলাবদ্ধতা।

সাতকানিয়া পৌর শহরের থানা রোডের পানি নিষ্কাশন ব্যবস্থার ব্যহত হয়ে পড়েছে। ফলে অল্প বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্ঠি হচ্ছে। জলাবদ্ধতার কারণে সাতকানিয়ার এই গুরুত্বপূূর্ণ সড়ক পথে চলাচল চলতে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবসী। উপজেলা ডাকঘর, সাতকানিয়া থানা, সোনালী ব্যাংক, উপজেলা ভূমি অফিস, সাতকানিয়া উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের প্রধান উপসানালয় শ্রী শ্রী দক্ষিণেশরী কালীবাড়ি, হাটবাজার, সাতকানিয়া সদর ইউনিয়ন ভূমি অফিস, সাতকানিয়া সরকারি হাসপাতাল, ডায়াবেটিক জেনারেল হাসপাতাল, স্কুল-কলেজ, অফিস-আদালতসহ নানা গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চলাচলের একমাত্র পথ এটি। ফলে পৌরবাসী ছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সেবাপ্রার্থীরাও হচ্ছেন দুর্ভোগের শিকার। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই পৌর শহরের এ প্রাণকেন্দ্রে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে স্কুল কলেজের শিক্ষার্থী, শহরের ব্যবসায়ী, পথচারীসহ অন্যদেরকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির পানি ছাড়াও আশপাশের বাণিজ্যিক ভবনের নিজস্ব কোন নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়ভাবে জানা যায়, থানা সড়কে ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক ভবনগুলোর নিজস্ব কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। বিভিন্ন সময় ভবন মালিকেরা থানার ভেতর দিয়ে অবৈধভাবে পানি চলাচলের ব্যবস্থা করে। স্থানীয়রা জানান, বাণিজ্যিক ভবনগুলোর মালিকরা তাদের সেফটিক ট্যাংকের মলমূত্র বৃষ্টির সময় সড়কের ওপর দিয়ে ছেড়ে দেয়। থানার ভেতর দিয়ে বৃষ্টির পানির সাথে এসব মলমূত্র যেতে থাকায় থানা কর্তৃপক্ষ পরিবেশ দূষণের আশঙ্কায় অবৈধভাবে পানি চলাচল বন্ধ করে দেয়। বৃষ্টির পানির সাথে মলমূত্র মিশে পানি দূষিত হওয়ার কারণে পথচারীদের পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন এসব বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ১৩ অক্টোবর সরেজমিনে দেখা যায়, রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে আছে। পানির ওপর দিয়ে পায়ে হেঁটেই চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের। দু’পাশ দিয়ে গাড়ির ছিটকে পড়া পানিতে জামা কাপড় নষ্ট হচ্ছে পথচারীদের। বিশেষ করে স্কুল-কলেজ, অফিস-আদালতগামী পথচারীরা এমন অবস্থার শিকার হচ্ছেন। এছাড়া হিন্দু সম্পদ্রায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবে আগত পূজার্থীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। পূজা কমিটির কর্মকর্তারা দুর্গাপূজার আগেই সড়ক উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তা আরসিসিকরণ টেন্ডার হয়েছে। পরিকল্পিত একটি ড্রেনেরও উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।