স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিবাচক কর্মসূচি ও সরকারের সাফল্য জনগণের নিকট তুলে ধরতে হবে। এজন্য আওয়ামী লীগের এ অফিস কার্যকর ভূমিকা পালন করবে। আগামীতে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নৌকার বিজয় সমুন্নত রাখার চেষ্টা করতে হবে। এছাড়া এলাকা থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
গত শুক্রবার বিকালে সাতকানিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ছমদর পাড়ায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নুরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ সাতকানিয়া উপজেলা সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড ছমদর পাড়া আওয়ামী লীগের সভাপতি আমানুল আলম আমান ও ব্যাংকার মো. কামাল উদ্দীন। আরো বক্তব্য রাখেন জেদ্দা আওয়ামীগের যুগ্ম–সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম সুমন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. কলিম উল্যাহ, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আয়াজ, মিজানুর রহমান, মো. আকতার হামিদ, আশিক রায়হান প্রমুখ।