নিউজ ডেস্ক :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র মোহাম্মদ জোবায়ের। দলীয় সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি।
মোহাম্মদ জোবায়ের মেয়র পদে মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে আনন্দ লক্ষ্য করা গেছে। অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কয়েকজনের সাথে আলাপে তারা বলেন, জোবায়ের ভাইয়ের নেতৃত্বে সাতকানিয়া পৌরসভা আমূল বদলে গেছে গত ৫ বছরে। দেড় শতাধিক প্রকল্পের আওতায় হয়েছে প্রায় ৪০ কোটি টাকার উন্নয়নযজ্ঞ। পৌরসভায় হয়েছে স্কুল, কলেজ, প্রশিক্ষণ কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র সহ বেশ কিছু মহতী উদ্যোগ। তারা আরো বলেন, পানি সরবরাহ, পরিবেশ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে পৌরভবনের আধুনিকায়ন, কম্পিউটারাইজড নাগরিক সেবা, পৌরসদরের ৪ কিলোমিটার সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ফোরকানিয়া চালু, ৬ কিলোমিটার সড়কে নতুন সড়কবাতি স্থাপন উল্লেখযোগ্য। এছাড়াও দলকে সুসংগঠিত করা থেকে শুরু করে জনগণের দৌড়গোড়ায় নাগরিক সেবা পৌছে দেয়া। নিজের নাম জাহির না করে সবকিছুই জননেত্রী শেখ হাসিনা করছেন, আমি তার কর্মী মাত্র বলা মানুষটির নাম মোহাম্মদ জোবায়ের।
সাতকানিয়ার পৌর এলাকায় গ্রাম হবে শহর এই স্লোগানটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেছেন জনতার জোবায়ের। তার ফলশ্রুতিতে পেয়েছেন শিশু থেকে বয়োবৃদ্ধ সকলের অগনিত শুভাশীষ। তারা বলেন,
জনপ্রতিনিধি হয়ে একদিকে এলাকার
সুষম উন্নয়ন, অন্যদিকে দল মত নির্বিশেষে সবার কল্যাণই তিনি চেয়েছেন। তাই পুনরায় জোবায়ের ভাইয়ের মেয়র মনোনয়নে এলাকাবাসী আনন্দিত।