সাতকানিয়া পৌরসভার ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা

সাতকানিয়া পৌরসভার ২০১৮–২০১৯ অর্থ বছরের জন্য ৪০ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৯শ ৬২ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে বিভিন্ন খাতে আয় এবং ব্যয় সমান ধরা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে আয় ধরা হয়েছে ট্যাক্স খাতে ১ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ৩শ ১০ টাকা, রেইটস ২৪ লাখ ৭শ ২০ টাকা, ফিস ২ লাখ ৫০ হাজার টাকা, সম্পত্তি হতে ৯ লাখ টাকা, অন্যান্য ১ কোটি ৫৬ লাখ টাকা, বিবিধ ২১ লাখ টাকা, উন্নয়ন খাত ব্যতিত সরকারি অনুদান ৭ লাখ টাকা, উন্নয়ন খাতে সরকারি অনুদান ১০ কোটি ৩০ লাখ টাকা, বিবিধ প্রকল্প খাতে ১৮ কোটি ২০ লাখ টাকা, মূলধন হিসাব ২ কোটি ৬৫ লাখ টাকা ও প্রারম্ভিক স্থিতি ৫ কোটি ৩৫ লাখ ৭১ হাজার ৯শ ৩২ টাকা। ঘোষিত বাজেটে ব্যয় ধরা হয়েছে সাধারণ সংস্থাপণ খাতে ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা, কর নির্ধারণ ও আদায় ২ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী ৩৬ লাখ ৫০ হাজার টাকা, শিক্ষায় ৫ লাখ টাকা, বিবিধ ২ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা, অবকাঠামো উন্নয়ন ২৮ কোটি ৯৩ লাখ টাকা, মূলধন হিসাব ৫৫ লাখ টাকা ও সমাপনী জের ৬ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৯শ ৬২ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও কাউন্সিলর এ কে এম মোরশেদ, কাউন্সিলর মোহাম্মদ আলী, মোজাম্মেল হক, নেচার উদ্দিন আহমদ চৌধুরী, মো. নুরুল হক নুরুল্লাহ, এনামুল কবির, সাইফুল আলম সোহেল, সাইফুদ্দিন দুলাল, মহিলা কাউন্সিলর মাছুমা বেগম, হাছিনা আকতার, পৌর সচিব মোহাম্মদ রেজাউল করিম, সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ, প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক ও হিসাব রক্ষক এ এইচ এম আলমগীর।