সাতকানিয়া পৌরসভার উদ্যোগে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপে অনুদান

গত ১৫ অক্টোবর মঙ্গলবার সাতকানিয়া পৌরসভার উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপে পৌরসভা হলরুমে অনুদানের চেক বিতরণ করা হয় এ সময় অনুদানের চেক বিতরণ করেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, পৌর সচিব রেজাউল করিম, প্যানেল মেয়র এ.কে এম মোর্শেদ, নেচার উদ্দিন চৌধুরী এনামুল কবির, মোহাম্মদ আলী নুরুল হক নুরুল্লাহ, এনামুল হক। এ সময় সাতকানিয়া সদর কালী মন্দির, নাথ পাড়া সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রাধাকৃষ্ণ স্বরস্বতী মন্দির, মুদিপাড়া মল্লিক বাড়ি, দেব পাড়া সার্বজনীন মন্দির, বণিক পাড়া সার্বজনীন মন্দির ১নং ওয়ার্ড, বণিক পাড়া সার্বজনীনী ২নং ওয়ার্ড, বণিক পাড়া সার্বজনীন মন্দির ৩নং ওয়ার্ড, গঙ্গা হরি আশ্চার্য মন্দিরকে সর্বমোট ১০টি মন্ডপকে অনুদানের চেক প্রদার করা হয়।