চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্যাস্ট্রো-এন্ট্রোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের সম্প্রতি প্রধান উপদেষ্টা হিসাবে সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি প্রয়াত বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহতাব উদ্দিন হাসান চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক ডা. আবদুল কাদের ঢাকা পিজি হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ এবং চমেক কলেজ হাসপাতালসহ অসংখ্য হাসপাতালে তার মূল্যবান কর্ম জীবন অতিবাহিত করেন। তিনি সাতকানিয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। সামাজিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধা রেখে প্রত্যেক মাসের প্রথম শুক্রবার সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে রোগী দেখবেন বলে সদয় সম্মতি প্রকাশ করেছেন।
‘সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল’ সাতকানিয়া ডায়াবেটিক সমিতি পরিচালিত বেসরকারি উদ্যোগে একটি অলাভজনক চিকিৎসা প্রতিষ্ঠান। ডা. আবদুল কাদেরকে হাপাতালে এক অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে বরণ করেন-হাসপাতাল পরিচালনা কমিটির নির্বাহী সদস্যবৃন্দ আবুল কালাম সামশুল হক, সৈয়দ আব্দুল্লাহ ফরহাদ, আহমদ হোসাইন, আমানুল আলম আমান, আব্দুস শুক্কুর, কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান, এনামুল হক চৌধুরী, এনামুল হক (ইনু), জাহাঙ্গির আলম, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আবু বকর, ডা. ফাতেমা।