চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্যাস্ট্রো-এন্ট্রোলজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কাদের সম্প্রতি প্রধান উপদেষ্টা হিসাবে সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি প্রয়াত বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মাহতাব উদ্দিন হাসান চৌধুরীর স্থলাবিষিক্ত হলেন। অধ্যাপক ডাঃ আবদুল কাদের ঢাকা পিজি হাসপাতাল, সরোওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ এবং চমেক হাসপাতালসহ অসংখ্য হাসপাতালে তার মূল্যবান কর্ম জীবন অতিবাহিত করেন। প্রত্যেক মাসের প্রথম শুক্রবার সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে রোগী দেখবেন বলে সদয় সম্মতি প্রকাশ করেছেন তিনি। সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল সাতকানিয়া ডায়াবেটিক সমিতি পরিচালিত বেসরকারী উদ্যোগে একটি অলাভজনক চিকিৎসা প্রতিষ্ঠান। ডায়াবেটিসসহ মা ও শিশু, গাইনী, চক্ষু, ফিজিওথেরাপী, দন্ত ও মেশিন বিভাগ চালু আছে। শুরু থেকে যারা এই হাসপাতালের সাথে জড়িত ছিলেন এখন অনেকে আমাদের মাঝে নেই, তাদের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে বরণ করেন, হাসপাতাল পরিচালনা কমিটির নির্বাহী সদস্যবৃন্দ আবুল কালাম সামশুল হক, সৈয়দ আব্দুল্লাহ ফরহাদ, আহমদ হোসাইন, আমানুল আলম,আব্দুস শুক্কুর, কামাল উদ্দিন, ইঞ্চি: মোহাম্মদ ওসমান, এনামুল হক চৌং, এনামুল হক(ইনু), জাহাঙ্গির আলম, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ আবু বকর, ডা: ফাতেমা, নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট। প্রধান উপদেষ্টা সবধরনের পরামর্শ, সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।