সাতকানিয়া ঠিকাদার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

সাতকানিয়া ঠিকাদার সমিতির সাধারন সভা গত ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার থানা দিঘির পাড় অফিসে সংগঠনের সভাপতি জাফর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ,টি,এম সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কুতুবউদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোঃ জোবায়ের, রাজনীতিবিদ মাষ্টার ফরিদুল আলম, দেলোয়ার হাজী, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোঃ জাফরউল্লা, নুরুল কবির। প্রধান বক্তা ছিলেন মোঃ শাহজাহান।
সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এ,কে,এম মোর্শেদ, চেয়ারম্যান মোঃ মোসাদ ও রমজান আলী, ইছাক ভেন্ডার, আবুল কাশেম, বদিউল আলম, এ,কে,এম আসাদ, সাইফুল ইসলাম সুমন, আব্দুল গফুর, জুবায়ের উদ্দিন, আবুল কালাম, মাষ্টার মামুন, মোঃ আবছার, মোঃ হোসেন, নিজামউদ্দিন ভূট্টো, নুরুল মোস্তফা চৌধুরী, শিবলী নোমান, মোঃ আজম, কছির আহমদ প্রমুখ।
সভায় নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে সংশ্লিষ্ট অধিদপ্তরের ‘রেইট সিডিউল’ পূনঃনির্ধারন করার দাবী জানানো হয় এবং ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

তথ্যসূত্র : প্রেস রিলিজ।