সাতকানিয়া জামায়াতের নেতা কামাল গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কামাল উদ্দিন সাতকানিয়ার ছদাহা আফজলনগর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

সোমবার দুপুর দেড়টার দিকে ছদাহা ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়ে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, পুলিশের উপর হামলা, বিস্ফোরক, নাশকতা, ত্রাস সৃষ্টি করাসহ সাতকানিয়া থানায় ১৮টি মামলা রয়েছে কামালের বিরুদ্ধে।