গত ২৮ সেপ্টেম্বর সাতকানিয়া চন্দনাইশ সহ উপজেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাওয়া দেশের বিভিন্ন উন্নয়নের চিত্র চুলে ধরেন।
চন্দনাইশ: নিজস্ব সংবাদদাতা জানান, সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর কাঞ্চননগরস্থ নিজ বাড়িতে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে চন্দনাইশ
সাতকানিয়া (আংশিক) আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে¡ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম
চৌধুরী এমপি। আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, আ’লীগ নেতা এড.
আব্দুল হান্নান, আবদুল মালেক রানা, আরিফুল ইসলাম খোকন, এড. আবু ছালেহ, এড. সিরাজুদ্দৌল্লাহ, জাহাঙ্গীর আলম, জাগের হোসেন চৌধুরী, ওসমান গণি, হেফাজুল করিম,
নবাব আলী, চেয়ারম্যান যথাক্রমে আলমগীরুল ইসলাম চৌধুরী, আমিন আহমদ চৌধুরী রোকন, মাষ্টার মো. মহিউদ্দীন, আবদুল্লাহ আল নোমান বেগ, মহিলা আ’লীগের
সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, এড. তুষার সিংহ হাজারী, যুবলীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী, চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন, আমিন আহমেদ চৌধুরী কায়সার,
জমির উদ্দীন চৌধুরী, মফিজুল আলম, মোহাম্মদ সোহেল, সফিউল আজাদ চৌধুরী সোহেল, ছাত্রলীগ নেতা মো. ইমতিয়াজ, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ জাহেদ, সায়েম চৌধুরী
প্রমুখ।
এছাড়া চন্দনাইশ উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে উপজেলা আ’লীগের সভাপতির চন্দনাইশ সদরস্থ বাসভবনে পৌর আ’লীগের আহ্বায়ক এম কাইছার উদ্দিন চৌধুরীর
সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, আ’লীগ নেতা বলরাম চক্রবর্তী ভানু, সমীরন দাশ তপন, জাকের হোসেন কমরু, মো. ফরিদুল ইসলাম চৌধুরী, মাহবুবুল আলম বাবুল,
আবদুস ছালাম, মো. শাহজাহান, মো. আইয়ুব, মোজাফ্ফর আহমদ চৌধুরী, আবুল কাশেম, মো. ইব্রাহীম, সেলিম উদ্দিন, মো. মাহবুব, আবু বক্কর, আবুল কালাম, অমিতাভ
চৌধুরী টিটু, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মো. তৌফিক প্রমূখ।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ: সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল চরপাথরঘাটা হামিদিয়া এতিমখানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের
সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হায়দার আলী রণির সঞ্চালনায় দোয়া মাহফিলে দোয়া মোনাজাত
পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আতাউল্লাহ। মাহফিলে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এমএন
ইসলাম, ছিদ্দিক আহমদ বিকম, উপজেলা আওয়ামী লীগ নেতা জহির উদ্দীন সওদাগর, সেলিম উল্লাহ খান, এসএম সালেহ, রফিক উল্লাহ, আবদুল মান্নান খান, হারুনুর রশিদ,
সৈয়দ মাসুদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, যুবলীগ নেতা এডভোকেট দিদারুল ইসলাম, মো. জাহাঙ্গীর, মো. হানিফ, সেলিম উদ্দীন
সানি, মো. আইয়ুব, লোকমান তালুকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো. মুছা, মো. সাইফু, সাজ্জাদ সাজিদ, ছাত্রলীগ নেতা মো. ইউসুফ, দেলোয়ার হোসেন জনি, মো.
পারভেজ, কলিম, সোহেল প্রমুখ।
রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ: সংগঠনের উদ্যোগে বাইপাসস্থ দারুস সালাম কমপ্লেক্স প্রাঙ্গণে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মিজানুল হক
রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, উপদেষ্টা সাবেক রামু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রামু উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা
বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রামু শাখার সদস্য সচিব সাংবাদিক খালেদ হোসেন টাপু, বঙ্গবন্ধু সৈনিক লীগের উপদেষ্টা ব্যবসায়ী আসাদ উল্লাহ, উপজেলা
ছাত্রলীগ নেতা তসলিম উদ্দিন সোহেল, উপজেলা সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নুরুল কবির, প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, সৈনিক
লীগ ফতেখাঁরকুল সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক মো. ইকবাল, সৈনিকলীগ ঈদগড় সভাপতি মো. জাফর আলম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক
সম্পাদক মো. ইউসুফ, সৈনিকলীগ চাকমার কুল সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। কেক কাটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।