সাতকানিয়া কেরানীহাট অলকেয়ার হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সাতকানিয়া কেরানীহাট অলকেয়ার হাসপাতালে নিন্মোক্ত পদে লোক নিয়োগ করা হবে।
(১) প্যাথলজি টেকনিশিয়ান-ডিপ্লোমাধারী এবং প্রার্থীকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
(২) এক্স-রে টেকনিশিয়ান-ডিপ্লোমাধারী এবং প্রার্থীকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। উভয় পদের বেতন আলোচনা সাপেক্ষ। আগ্রহী প্রার্থীদের আগামী ২০/৯/২০১৮ ইংরেজি তারিখের মধ্যে নিন্ম ঠিকানায় প্রযোজনীয় কাগজপত্রসহ আবেদন পৌছানোর অনুরোধ করা হচ্ছে। ম্যানেজিং ডাইরেক্টর অলকেয়ার হাসপাতাল (প্রা:)লিঃ। ০১৮১৯৩৩১১৩৮। নং ১৪১৬/০৮
তথ্যসূত্রে- দৈনিক আজাদী