সাতকানিয়া কেরানিহাট গুনাগরি রাস্তা উদ্বোধন করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

কেরানিহাট- সাতকানিয়া- গুনাগরী জেলা মহাসড়কের উদ্বোধন করলেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
১০ নভেম্বর বুধবার সকাল ১১টায় ভার্চুয়ালে কেরানিহাট- সাতকানিয়া- গুনাগরী (জেড-১০১৯) জেলা মহাসড়ক উদ্বোধন করা হয়।
সাতকানিয়া রাস্তা মাথা প্রকল্পের অবস্থানস্থলে দোহাজারি সড়ক বিভাগ আয়োজিত ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া- লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের।


এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এ সাঈদ, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মাস্টার ফরিদুল আলম, মোজাম্মেল হক, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নিবাস দাস সাগর, গনি সম্রাট, সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিদুয়ান, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, কলাউজান ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিছ, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, উত্তর সাতকানিয়া সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুছালে সান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আফিস ইখতিয়ারসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

…… প্রেস রিলিজ।