গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার সাতকানিয়া কেন্দ্রীয় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির পরিচালনা কমিটির সনিয়ির সহ-সভাপতি সন্তোষ মল্লিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রূপ কুমার নন্দি খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিরি সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপি, এডিশনাল এসপি হাসানুজ্জামান মোল্লা, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ ইকবাল, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, পৌর মহিলা কাউন্সিলর শিকু আরা, মাছুমা বেগম, রুবি আকতার, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য রাজিব ধর, উত্তম কুমার ধর।