সাতকানিয়া ও লোহাগাড়ায় হবে দুটি মিনি স্টেডিয়াম- প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি

সাতকানিয়া ও লোহাগাড়ায় দুইটি মিনি স্টেডিয়াম হবে বলে ঘোষণা দিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি.

ছদাহা চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ ঘোষণা করেন।

ছদাহা চেয়ারম্যান ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলায় রানারআপ ট্রপি জিতে নেয় কাজীর খীল একাদশ। তাদের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি জিতে নেয় ছদাহা কিংডম একাদশ।

এসময় প্রধান অতিথি উভয়দলের পারফরমেন্সে মুগ্ধ হয়ে শুভেচ্ছা জানান।