সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র ঘোষণা, সাতকানিয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের স্থান হবে না। এই স্লোগান নিয়ে গত ৩০ জুলাই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান। মিছিলটি সাতকানিয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কেরানিহাট শপিং সেন্টার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান বলেন, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র নেতৃত্বে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সকল প্রকার সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আমিন, মোঃ জিশান, তারেক সোহান, মোঃ লিটন, ফরহাদ সিকদার, মোঃ নোমান, মোঃ বাবু, ওমর ফারুক, মিশু, সজল, আলমগির, ইমন, আজিজ, নয়ন, ইয়াসির আরাফাত, মাহফুজুর রহমান, মো: খোরশেদ, সৈয়দ হোসেন, মো:রিয়াজ, মোহাম্মদ ফারুক খান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ পারভেজ, আকিব, সিফাত, মানিক, শাহাদত, সোহাগ, রুবেল, আসিফ, তৌহিদ প্রমুখ।