সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নতুন কমিটিতে আব্দুল মন্নানকে সভাপতি ও তোফাজ্জল হোসাইন চৌধুরী (তুহিন) কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

জানা যায়, সাতকানিয়া উপজেলায় দীর্ঘদিন কমিটি না থাকায় নেতৃত্বের একটা সেশনজট ছিল। অনেক যোগ্য প্রার্থীও ছিলেন, তাদের মধ্যে থেকে পর্যবেক্ষণ ও যাচাই বাছাই করে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, ‘ত্যাগ, মেধা ও স্থানীয় সংসদ সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সুসম্পর্ক ও যোগ্যতা বিবেচনা করে আমরা তাদের নির্বাচন করেছি।’

তাদের যোগ্য নেতৃত্বে সাতকানিয়ার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ে ছাত্রলীগ আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন এই নেতা।