সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এম. এ. মোতালেব সিআইপি অসুস্থতার কারণে চট্টগ্রামে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উনার বর্তমান শারীরিক অবস্থা মহান আল্লাহর কৃপায় ভালো। উনার দ্রুত সুস্থতার জন্য হাসপাতালে উনাকে দেখতে যাওয়ার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। তাই হাসপাতালে না গিয়ে সকলে উনার জন্য দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে। সবার কাছে দোয়া চেয়ে বলল হয়, মহান আল্লাহ যেন উনাকে পুরোপুরি সুস্থতা দান করেন।
এদিকে গত ১৩ নভেম্বর বনফুল গ্রুপ ও মিষ্টান্ন কোম্পানি চট্টগ্রাম জেলার সভাপতি এম এ মোতালেব (সিআইপি)র রোগ মুক্তি কামনায় কর্ণফুলী উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের উদ্যোগে হামিদিয়া বাগদাদিয়া এতিমখানায় কতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দীন হায়দার, সহ-সভাপতি মোঃ হারুন চৌঃ নেভী, ইউচুফ মিয়া, মোঃ জাফর ইকবাল। কর্ণফুলী উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সাঃ সম্পাদক মোঃ ফোরকান, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রোকন, মোঃ নুর উদ্দীন, মোঃ আব্দুল করিম, মোঃ বেলাল, মোঃ রফিক, মোঃ মাসুদ, মোঃ কামরুল ইসলাম, মোঃ হেলাল, মোঃ সোহেল, মোঃ আনিস। পটিয়া উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ কফিল উদ্দীন, মোঃ আমিন, সাঃ সম্পাদক মোঃ রাসেল, মোঃ বাবুল, কোতোয়ালি ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সাঃ সম্পাদক নেজাম উদ্দীন প্রমুক। মোনাজাত পরিচালনা করেন মৌলানা আতাউল্লাহ্।