নাশকতার মামলায় সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াত নেতা জসিম উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ।
জসিম উদ্দিন সাতকানিয়া উপজেলা জামায়াত নেতা ও উত্তর রামপুর এলাকার মো. হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ ও সাতকানিয়া থানা পুলিশের যৌথ অভিযানে নাশকতা মামলার আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ সূত্র।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে হত্যা, নাশকতা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে সাতকানিয়া থানায় ১০টি মামলা রয়েছে।