সাতকানিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিরি শ্রেষ্ঠ সভাপতি লিটন

সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন চলতি বছরে উপজেলা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিরি শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১৪ অক্টোবর উপজেলা প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ বাছাই কমিটির সভায় উপজেলা ১৪৯টি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের মধ্যে ফয়েজ আহমদ লিটনকে উপজেলা শেষ্ঠ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয় এবং শ্রেষ্ঠ সভাপতির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী। তিনি সাতকানিয়া পৌরসভা গোয়াজর পাড়ার স্থায়ী বাসিন্দা। স্কুলজীবন থেকে তিনি ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিন উন্নয়ন কর্মকান্ডের সাথে যুক্ত হয়ে বিভিন্ন পদে আসীন ছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ৪৯ নং দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।