গত ২০ অক্টোবর সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনা সার্বজনীন শ্রী শ্রী মা মগধেশ্বরী মাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি দ্বীপায়ন ঘোষ সান্টুর সভাপতিত্বে সার্বজনীন শ্রী শ্রী মা মগধেশ্বরী মাতৃ মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ষোড়শ প্রহরব্যাপী মহোৎসবে বর্ণ্যঢ্য কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিগত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক কানুরাম চক্রবর্তী। সভায় বক্তব্য রাখেন শিশু রঞ্জন শর্মা, তুষার কান্তি ঘোষ ভোলা, দীপক দাশ, মৃদুল বিশ্বাস, সমীর চক্রবর্তী, শিপ্রা সেন, রূপ কুমার নন্দী খোকন, সবুজ চক্রবর্তী , জন্মজয় নাথ, সুশান্ত ঘোষ,প্রশান্ত ঘোষ, রূপম ঘোষ বাবলু, বিশ্বেশ্বর দত্ত বিশু, স্বরূপ চক্রবর্তী, বাবুল বিশ্বাস, আশীষ চৌধুরী, প্রমুখ। সভায় ভোলানাথ চক্রবর্তীকে সভাপতি , অঞ্জন ঘোষ দোলাকে সাধারণ সম্পাদক, অ্যাড. শুভাশীষ শর্মাকে যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষক অসীম বিশ্বাস টুটুলকে অর্থ সম্পাদক করে মহোৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়।
হোম প্রধান খবর সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনা সার্বজনীন মগধেশ্বরী মাতৃ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সভা