সাতকানিয়া উপজেলার আওতাধীন যুবলীগের সকল কমিটি বিলুপ্তি ঘোষণা

সাতকানিয়া উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন পৌরসভা আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

৩ মার্চ উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল যুগ্ন আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী ও হারেজ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,উপজেলার প্রায় ইউনিয়ন কমিটি দির্ঘদিন যাবৎ নিষ্ক্রিয় থাকার কারণে এবং সংগঠনকে গতিশীল করতে কমিটিকে বিলুপ্তি ঘোষণা করা হয়।

উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হারেজ মোহাম্মদ জানান,উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ কমিটি বহুদিন যাবৎ নিষ্ক্রিয় ও মেয়াদোত্তীর্ণ । এমতাবস্থায় এ কমিটি ভেঙে দেয়া প্রয়োজন ছিল। সামনে সংগঠনকে গতিশীল ও সক্রিয় রাখার জন্য শক্তিশালী কমিটি গঠন করা হবে।