সাতকানিয়া আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে গত ১১ ডিসেম্বর সাতকানিয়া আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনর রশিদের সভাপতিত্বে ও সহকারি প্রভাষক মো. শাহ আলম ও আয়েশা ছিদ্দিক’র যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ভ‚মি দীপংকর তঞ্চঙ্গ্যা।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করেন সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এলএমজি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরীফ, ইউনাইটেড আইডিয়াল হাইস্কুলে সভাপতি কলেজ পরিচালনা কমিটর সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদীয়া মাদ্রাসার সভাপতি মুক্তিযোদ্ধা রমিজ উদ্দীন চৌধুরী ও কলেজ গভর্নিং বড়ির সদস্য নীলরতন দাশ গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা মানবাধীকার কমিশনের সহ-সভাপতি মামুনুল হক, মুক্তিযোদ্ধা মাস্টার আব্দূল মাবুদ, মোস্তাকিম চৌধুরী, পিকে ধর, রুনু, নেজাম উদ্দীন, নুর আহমদ, হুমায়ন কাদের ও নুরুল ইসলাম প্রমুখ। স্কুলের ছাত্র-ছাত্রী অতিথি ও শিক্ষকগণ একসাথে দাড়িয়ে জাতীয় সংগীতে অংশগ্রহণ করেন।

স্মৃতিচারণ অনুষ্ঠানে সকল জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, জাতীয় ৪ নেতা, মুক্তিযোদ্ধা ও শহীদদের শান্তি কামনা করে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।