গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে কলেজের মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন শেখ হাসিনার কথায় নয় কাজে বিশ্বাসী । শুধু স্বপ্ন দেখেন না স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাসী। নেতৃত্বে অনন্য যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তিন তিন বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে বাংলাদেশকে দারিদ্রমুক্ত দেশে পরিণত করেছেন। ডিজিটাল বাংলাদেশের রূপাকার তিনি।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ তফাজ্জল হোছাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মামুন মুহাম্মদ সাংবাদিক সুকান্ত বিকাশ ধর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় সহ সভাপতি হুমায়ুন কবির চৌধুরী ও কাইন্সিলর মোজাম্মেল হক ভোলা।অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালনায় আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আইটিসি প্রভাষক মিজানুর রহমান, শিক্ষার্থী নাছিফা ইসলাম রুয়াইদা প্রমুখ। শেখ হাসিনাকে নিয়ে ইংরেজি কবিতা আবৃতি করেন নুরাইবা তারানুম। এছাড়া সৃজনশীলতা বিকাশে দরকার উৎসাহ ও বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগীতা পরিচালনা করেন, রাষ্ট্রবিঞ্জান বিভাগের প্রভাষক রুহুল আমিন। আলোচনাসভা শেষে কেক কেটে শেখ হাসিনার ৭২ তম জন্মদিন পালন, বিতর্কি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।