শাহাদাত হোসেন, সাতকানিয়া : প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপিকে সংবর্ধনা দিয়েছে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ।
২৮ মার্চ সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথির হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আবছার চৌধুরী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হাসানুজ্জামান মোল্লা প্রমুখ ।
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আবছার চৌধুরী তার বক্তব্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আজ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে এ সংবর্ধনা দিয়েছি।একই সংবর্ধনা অনুষ্ঠান পূর্বেও করেছি। তখনোও সংবর্ধিত অতিথি ছিলেন আজকের সাংসদ। পুনরায় তিনি সংসদ নির্বাচিত হয়েছেন। এটা আমাদের গৌরবের। এ গৌরবে মহিমান্বিত হয়ে আমাদের সাতকানিয়াকে শিক্ষায় আরও আলোকিত করবেন এই প্রত্যাশা করছি।