সাতকানিয়া এলাকায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। আটক ছয় জন হলেন- আব্দুর রহমান রিয়াজ (১৯), ইয়াসির আরাফাত হৃদয় (২১), মো. ফারুক হোসেন (২০), মাসুদ আলম (২০), নাছির উদ্দিন (৩২) ও মো. কামাল উদ্দিন (১৮)।
বুধবার (০২ মে) ভোর সাড়ে ৪টার দিকে ওই উপজেলার কেওচিয়া ইউনিয়নের বটতল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ছয় জন একটি মাইক্রোবাসে করে ইয়াবাগুলো পাচার করছিল জানিয়ে সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন বলেন, মাদক ব্যবসায়ীরা মাইক্রোবাসে করে ইয়াবা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়ার বটতল এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় আটক ছয় জনকে বহনকারী মাইক্রোবাসে বিশেষ কৌশলে রাখা ৩ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তাদের আটক করার পাশাপাশি মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।