গোপন সংবাদের ভিত্তিতে মালবাহী পিকআপে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেপিকআপের চালকসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাতকানিয়ায় দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।
দোহাজারী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বুধবার দুপুরের দিকে কক্সবাজার থেকে একটি মালবাহী পিকআপ ইয়াবার একটি চালান চট্টগ্রাম শহরে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের অন্তর্গত সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে চেকপোস্ট বসায়। বিকাল সাড়ে ৪টার দিকে সোর্সের দেখানো মতে মালবাহী পিকআপটি (চট্ট-মেট্রো-ন-১১-৬৭৩৫) উল্লিখিত স্থানে পৌঁছলে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় কালো কসটেপ দিয়ে মোড়ানো ১৫টি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয়, পিকআপের চালক বাগের হাট জেলার শরণখোলা থানার কদমতলী গরামী বাড়ির মৃত মজিদ গরামির ছেলে মো. ফিরোজ (৩৩) ও কক্সবাজারের টেকনাফের সাবরাং আচার বুনিয়া এলাকার লালু প্রকাশ ইউনুচের ছেলে ওয়াজ করিম প্রকাশ মাঝি (২৪) কে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তাররা পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তারা ইয়াবাগুলো চট্টগ্রাম শহরের বন্দর এলাকার আব্দুল হামিদ নামে অপর এক ইয়াবা ব্যবসায়ীর নিকট পৌঁছে দেয়ার কথা ছিল। এ ব্যাপারে সাতকানিয়া থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।