সাতকানিয়ায় ২ হাজার ইয়াবাসহ আটক ১

সাতকানিয়ায় মহাসড়কে হাইওয়ে পুলিশ এক পথচারীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এসময় ইয়াবা পাচারকারী ইয়ার হোসেন (২২) কে আটক করেছে।

রোববার রাত সাড়ে দশটার সময় উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে থেকে ইয়াবাগুলো জব্দ করে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, রাতে জাফর আহমদ কলেজের সামনে এক লোক ব্যাগ হাতে নিয়ে হেটে যাচ্ছিলেন। পুলিশের সন্দেহ হলে তার ব্যাগটি তল্লাশি করে। এতে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচার কাজে জড়িত ঠাকুরগাঁও সদরের ঠিকিয়া পাড়ার নুর আলম প্রকাশ কালু মিয়ার ছেলে ইয়ার হোসেন আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।