চট্টগ্রামে সাতকানিয়া থানার তিন নম্বর পৌর ওয়ার্ডের সতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- একই এলাকার মো. ইব্রাহিম প্রকাশ টুনু মিয়ার স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৫) ও মো. শহিদুল ইসলাম শহিদ (৩৫)।
সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানান, এসআই সিরাজুল ইসলাম এবং এসআই ইয়ামিন সুমনের নেতৃতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় ১ হাজার ৭৩২ পিস ইয়াবা, বিপুল পরিমাণ গাঁজা এবং মাদক বিক্রির ৫১ হাজার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। #