নিজস্ব প্রতিবেদন: চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে চট্টগ্রােমর সাতকানিয়া উপজেলা এলাকা থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীেক গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতকানিয়া থানার এসআই মাহমুদুল করিমের নেতৃত্বে বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামী হলেন সাতকানিয়া থানার দক্ষিণ ঢেমশা আশেকের পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মাহবুবুল হক (৪০)।
সাতকানিয়া থানা সূত্র জানায়,আসামী মাহবুবুল হক সিআর মামলা নং-৬৮২/১৫ এর ০২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডপ্রাপ্ত পলাতক আসামী।