সাতকানিয়ায় ২৪ ঘন্টায় আটক ৩৫ আসামি

চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের নির্দেশিত ৫ দিনের বিশেষ অভিযানের শেষ দিনে জেলা পুলিশের সর্বোচ্চ কমান্ড চট্টগ্রাম পুলিশের পরম শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব নুরেআলম মিনা, বিপিএম, পিপিএম মহোদয়ের প্রেরিত অতিরিক্ত পুলিশ ফোর্সের সহায়তায় ২০ জুলাই ভোর রাত থেকে গত ২৪ ঘন্টায় সাতকানিয়া থানা পুলিশ ১৬নং সাতকানিয়া ইউনিয়ন শিবির সভাপতি দূর্ধর্ষ অস্ত্রধারী ক্যাডার বেলাল মেম্বার (৩২) পিতা-মৃত আনু মিয়া সাং-হোসেননগর থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামসহ বিভিন্ন মামলার গ্রেফতার পরোয়ানামূলে ২৫ জন এবং ৪টি মাদক মামলায় ৯ জনকেসহ সর্বমোট ৩৫ জন আসামী গ্রেফতার করেন।

থানা হাজতে সংকুলান না হওয়ায় এবং প্রচন্ড গরমে সাপোকেশন এবং শংকায় গতকাল ২০.০৭.২০১৮খ্রিঃ তারিখ অপরাহ্নে গ্রেফতারকৃত ৯ জন যথাক্রমে মামলা নং-৭(১০)১৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামী নুর আহমেদ (২৭) পিতা-মৃত নজির হোসেন সাং-শীলঘাটা, জিআর-১০৯/০৯ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ তাজুল ইসলাম (৩৯) পিতা-মৃত বদিউর রহমান সাং-আমিলাইশ, জিআর-৪৩৯/১৫, ৩৪৬/১৫ ও ২৯৭/১৭ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ হারুনুর রশিদ (৩২) পিতা-নুর আহমদ সাং-সাইরতলী, জিআর-২৮৪/১৬ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী নুরুজ্জামান (৬০) পিতা-মফিজুর রহমান সাং-সতিপাড়া, সিআর-১৪৯/১৫ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী নুরুল আমিন (৬২) পিতা-মৃত এজাহার মিয়া সাং-কালিয়াইশ, জিআর-১৯/১৩ ও ১৩৫/১২ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী শাহ আলম (৩৫) পিতা-আঃ খালেক সাং-পশ্চিম কাটগড়, সিআর-১৫৪/১৫ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ বেলাল উদ্দিন (২৯) পিতা-ইউসুফ সাং-পশ্চিম কাটগড়, সিআর-১৬/১২ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী পরিমল দাশ (৪৫) পিতা-মৃত রাম জলদাশ সাং-পশ্চিম কাটগড়, জিআর-২৯৭/১৭ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ হারুনুর রশিদ প্রঃ হারুন (৩২) পিতা-নুর আহমদ সাং-সোনাকানিয়া, ৬০ পিস ইয়াবাসহ আসামী মোঃ দেলোয়ার হোসেন (২৮) পিতা-মৃত সুলতান আহমদ সাং-মধ্যম মাদার্শা সর্বথানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদের আদালতে প্রেরণ করা হয়।

বাকি ২৪ জন যথাক্রমে মামলা নং-৮(২)১৮ এর আসামী বেলাল মেম্বার (৩২) পিতা-মৃত আনু মিয়া সাং-হোসেননগর থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, স্পেশাল ট্রাইঃ-২০৬/১৪ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মাওলানা মাহামুদুল হক (৪২) পিতা-মৃত সামশুল ইসলাম সাং-আজিমপুর, জিআর- ২০৬/১৪ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আমান উল্যাহ (২৬) পিতা-জসিম উদ্দিন সাং-খোর্দ্দ কেওচিয়া, জিআর-৭৪/১৩ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ দিদার (৩০) পিতা-মোস্তাক আহমদ সাং-আফজলনগর, জিআর-০৪/০৫ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম (৪২) পিতা-জগির হোসেন সাং-খাগরিয়া, সিআর-০৮/১৩ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী আমেনা বেগম (৫৫) পিতা-মৃত ছমদ খান সাং-কালিয়াইশ, মামলা নং-১৬(৬)১৭ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ কালু (৫০) পিতা-সালে আহমদ সাং-ছগিরা পাড়া ২নং পৌর ওয়ার্ড, ননজিআর-১৭/১২ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী আবদুস ছালাম (৪৫) পিতা-নুর আহমদ সাং-মধ্যম কাঞ্চনা, জিআর-১২৫/১১ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আইয়ুব (৬২) পিতা-হাজী এস্তাফিজুর রহমান সাং-চিববাড়ী, সিআর-১২২/১১ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ নুরুল আলম (৪২) পিতা-মৃত মাহামুদুল হক সাং-হোসেননগর, ননজিআর-৪৪১/১৮ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী আহমদ ছফা (৪৭) পিতা-আসহাব মিয়া সাং-নতুন চরখাগরিয়া জিআর-২০৩/১৩ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ ফিরোজ (৪০) পিতা-আবুল হোসেন সাং-ছদাহা, জিআর-১৪১৫/১৩ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ জাফর (৫১) পিতা-মৃত সোলতান আহমদ সাং-উত্তর ঢেশমা, ৩৩ লিটার চোলাইমদ, ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক মামলায় ৯ জন অসামী যথাক্রমে- সাহাব উদ্দিন (২৮) পিতা-ফরিদ, ওমর হাসান নিশান (২৭) পিতা-আয়েছের রহমান, রফিকুল ইসলাম (১৯) পিতা-মোস্তফা সর্বসাং-ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার, নুরুল ইসলাম (৪৫) পিতা-সৈয়দ আহমদ সাং-উত্তর ঢেমশা, থানা-সাতকানিয়া, জসিম উদ্দিন (৪০) পিতা-এজাহার মিয়া সাং-পদুয়া, মাহাবুবুর রহমান (৪৫) পিতা-মৃত কবির আহমদ সাং-পদুয়া উভয় থানা-লোহাগাড়া, মোঃ দেলোয়ার (২৭) পিতা-সোলতান সাং-মাদার্শা, শামসুল আলম (২৫) পিতা-কাছিম সাং-রসুলাবাদ, পুলক মজুমদার (৩৫) পিতা-মৃত হরিমোহন মজুমদার সাং-বাজালিয়া সর্বথানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদের জেলা সদর থেকে প্রেরিত ১টি প্রিজনার ভ্যান যোগে অদ্য ২১.০৭.২০১৮খ্রিঃ তারিখ আদালতে প্রেরণ করা হয়।