চট্টগ্রামের সাতকানিয়া থানার চরতী ইউনিয়নে স্বামীর হাতে মনোয়ারা বেগম(৩৫) স্ত্রী খুন হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার সকালে এই ঘটনা ঘটে ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মধ্যম চরতী নতুন পাড়ায়।
স্থানীরা জানায়, এনজিও সংস্থার ঋণের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে স্বামী আব্দুল করিম তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে মনোয়ারা বেগমে স্থানীয় বেসরকারি বিজিসি ট্রাস্ট মেডিকেলে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেলে নিতে বলেনন। পরে চমেক হাসপাতারে নেয়ার পথে মৃত্যু হয় মনোয়ারার।
মনোয়ারা বেগমের ছোট বোন নাসিমা আক্তারর জানায়, সকালে বোন ও দুলাভাই ব্যাংকের ঋণের টাকা নিয়ে জগড়া হয়। পরে দুলাভাই দরজা বন্ধ করে মনোয়ারাকে মারধর করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।মনোয়ারা বেগমের রক্ত খরন হলে স্থানীয়রা মেডিকেলে নেওয়ার পর মৃত্যু হয়।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মুহাম্মদ হারুনর রশিদ বলেন, সকালে চরতীতে স্বামী-স্ত্রীর মধ্যে জগড়ার একপর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেছে বলে শুনেছি।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপতারে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।