পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাড়িতে স্বামীকে ছুরিকাঘাতে খুন করেছেন স্ত্রী। সোমবার দিবাগত রাতে এই ঘটনার পর মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রিজুয়ানুল হক (৬২) উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীর আক্তারকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, খুনের খবর পেয়ে মঙ্গলবার সকালে চরতী ইউনিয়নের তুলাতলী গ্রামের রিজুয়ানুলের বাড়িতে যায় পুলিশ। মরদেহের নাভির নিচে ছিদ্র দেখতে পান ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যরা। এরপর নিহতের ছেলে, মেয়ে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী পারভীন আক্তার পুলিশকে জানিয়েছে, পারিবারিক কলহের জেরে তিনি স্বামীর পেটে ছুরিকাঘাত করেছেন।
সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, ধারালো কিছু দিয়ে আঘাত করে খুনটি হয়েছে। নিহতের স্ত্রী শুরু থেকে ঘটনার দায় স্বীকার করেছেন। তবে ছেলেকে বাঁচাতে তিনি মিথ্যা বলতে পারেন সন্দেহ করে ছেলে, মেয়ে ও স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এখন আমরা অনেকটা নিশ্চিত হয়েছি, খুনটা স্ত্রী করেছেন। তাই তাদের ছেলে মেয়েকে ছেড়ে দেয়া হয়।
ওসি বলেন, স্থানীয়রা জানিয়েছে, ওই পরিবারে নানা বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হয়। ঝগড়া থেকে মারামারিও হতো। সোমবার রাতেও এ রকম ঝগড়ার একপর্যায়ে খুনের ঘটনা ঘটে যায়। মময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।