সাতকানিয়ায় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া পুরস্কার বিতরণ

সোমবার বিকালে সাতকানিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাতকানিয়ায় জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিয়োগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ২০১৭ ও ২০১৮ সালে ফুটবলে সাতকানিয়া বলিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ায় তাদের ট্রফি বিতরণ করা হয় । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি)দীপংকর তঞ্চঙ্গ্যা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো আজিম শরীফের সভাপতিত্বে ও ইছামতি এয়াকুব মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সুকান্ত বিকাশ ধর ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশীষ বরণ ধর । এ সময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক গণ উপস্থিত ছিলেন।