সাতকানিয়ায় শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গত ১৯ অক্টোবর ছমদার পাড়া হাইস্কুল হলরুমে সাতকানিয়া পৌরসভা শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর  কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক ও টেরিবাজার শাখা আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক জহির উদ্দিন অভি। এবং প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক ও মাস্টার ফরিদুল আলম। প্রধান বক্তা সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল। বিশেষ অতিথি ছিলেন রেয়াজউদ্দীন বাজার বণিক ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, গোলাম ফেরদৌস রুবেল, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগে যুগ্ন আহবায়ক হারেজ মোহাম্মদ, পশ্চিম ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তাহের মানিক, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি সদস্য নাছির উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল আশেক, ইমরান ফরহাদ, সাতকানিয়া পৌরসভা শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠা সভাপতি ফয়জুল্লাহ মুরাদ, ওসমান গণী, আবির, মোহাম্মদ হোসেন প্রমুখ।