চট্টগ্রামের সাতকানিয়ায় ২২ মাস বয়সী একটি শিশুকে ধর্ষণকারী আদালতে আত্মসমর্পণ করেছেন।
বুধবার চট্টগ্রাম জেলা আদালতে মোহাম্মদ সাকিব (২০) নামের ওই ব্যক্তি আত্মসমর্পণ করে বলে জানান সাতকানিয়া থানার এসআই নেয়ামত উল্লাহ।
সাকিব সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের মোক্তার হোসেনের ছেলে।
এসআই নেয়ামত উল্লাহ বলেন, সোনাকানিয়া ইউনিয়নের দিনমজুর বাবার ২২ মাস বয়সী শিশুটিকে আদর করার কথা বলে গত ৭ ফেব্রুয়ারি নিয়ে যায় প্রতিবেশী সাকিব। পরে একটি খালের পাড়ে নিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
তিনি জানান, পরে তার মা ও প্রতিবেশীরা খাল পাড়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়।
গত ২৭ ফেব্রুয়ারি আদালতে ওই শিশুর মা ধর্ষণের অভিযোগে সাকিব এবং তার বাবা মোক্তার হোসেন ও মা মরিয়ম বেগমকে আসামি করে একটি মামলা করেন।
এসআই নেয়ামত বলেন, “মামলাটি তদন্তের জন্য সাতকানিয়া থানায় আসার পর আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ প্রেক্ষিতে সাকিব বুধবার আদালতে আত্মসমর্পণ করে।”
তার বাবা-মাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে তিনি জানান।