চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ কাঞ্চনা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে শিবিরের দুর্ধষ ক্যাডার হুমায়ুন কবির রাসেলকে (২১) গ্রেফতার করেছে ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় অভিযান চালিয়ে এই শিবির নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শিবির নেতা হুমায়ুন কবির রাসেল (২১) উপজেলার কাঞ্চনা বকশীরখীল এলাকার মৃত জিয়াবুল হকের পুত্র।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন থানার এসআই মো. আবু বক্কর ছিদ্দিক।
সাতকানিয়া থানা ওসি মো.রফিকুল হোসেন জানান, গ্রেফতার শিবির নেতা রাসেল নাশকতাসহ একাধিক মামলার পলাতক আসামী। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।