গতকাল রবিবার দুপুরে সাতকানিয়া পুরানগড়ের শীলঘাটা এলাকায় শঙ্খনদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক (৩৫)।
সাতকানিয়া থানার এসআই কাজী গোলাম কিবরিয়া জানান, গতকাল শঙ্খনদে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশ গলে যাওয়ায় যুবকটি মুসলিম নাকি অন্য ধর্মাবলম্বী তা শনাক্ত করা যায়নি। তার শরীরে শুধুমাত্র একটি সাদা শার্ট ছিল। ধারণা করা হচ্ছে লাশটি শঙ্খনদীর উজান থেকে ভেসে এসেছে। নদীতে স্রোত কম থাকায় এবং চর জেগে উঠায় শীল ঘাটা এলাকায় লাশটি আটকে গেছে।
সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।