সাতকানিয়ায় রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় সমাজ সেবা কার্যালয় ও স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে সাতকানিয়া হাসপাতালে সেবা নিতে আসা হতদরিদ্র রোগীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রোগী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইমতিয়াজ,ম সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দিন ও সমিতির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রোগী কল্যাণ সমিতির সভাপতি মো. ইমতিয়াজ বলেন, সমিতি গঠনের পর থেকে আমরা হতদরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম চালিয়ে আসছি। এটি একটি সরকারি নির্দেশনা। বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।