সাতকানিয়ায় রান্নার চুলার আগনে পুড়ল ২৬টি বসতঘর

চট্টগ্রামে সাতকানিয়া উপজেলায় রান্নাঘর থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ২৬টি বসতঘর পুড়ে গেছে।

শনিবার রাত দেড়টার দিকে পূর্ব গাটিয়াডেঙ্গা বিলিয়া পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, অগ্নিকা-ের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশন থেকে দ্রুত একটি গাড়ি পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় তিন ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকান্ডে ২৬টি কাঁচা, আধাপাকা ও সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকা মালামালের ক্ষয়ক্ষতি হয়।