যাত্রীবাহী ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারীসহ ২৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কেরানিহাট গরুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আব্দুল্লাহ জানান, নগর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি ইউনিক পরিবহনের বাস কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসটি খাদে পড়ে দুই নারীসহ ২৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কেরানিহাটের আশশেফা হাসপাতালে ১২ জন ও লোহাগাড়া হাসপাতালে ৯ জনকে পাঠিয়েছেন। এছাড়াও গুরুতর আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি।